Current Date:Oct 8, 2024

আইভরি কোস্টে ভয়ানক বন্যায় নিহত ১৫

অনলাইন ডেস্ক : আইভরি কোস্টের রাজধানী আবিদজানে এক ভয়ানক বন্যায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বাস্ত্যুচুত হয়েছেন শত শত মানুষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সিদিকি দিয়াকাইট সাংবাদিকদের, কয়েকদিন ধরে টানা প্রবল বর্ষণে গতকাল রাতে(সোমবার) আবিদজানে বন্যার সৃষ্টি হয়েছে। এতে নিহত হয়েছেন ১৫ জন। অনেকের বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। বাস্ত্যুচুত হয়েছেন শত শত পরিবার।

এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১১৫ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। এরকম একজন হচ্ছেন কাদিদিয়াতৌ দিয়াল্লো। তিনি বলেন, আমি আমার ঘরের ছাদ ভেঙ্গে আমার প্রতিবেশীদের কাছে চিৎকার করে সাহায্য চাই। তিনি আমার সন্তানদের ছাদ দিয়ে বের করে নিতে আসেন।

জরুরী সংস্থাগুলো মঙ্গলবারজুড়ে উদ্ধারকাজ চালিয়েছে। পুরো অঞ্চলজুড়ে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার আবিদজানের অনেক রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে। কিছু কিছু রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে।

Share