Current Date:Apr 17, 2025

আগস্টে মূল্যস্ফীতি কমে ১০.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কমেছে মূল্যস্ফীতি। সাধারণ সূচকে আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে যা গত মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।

দেশে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল জুলাই মাসে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মূল্যস্ফীতিও লাফ দিয়ে কমে গেছে। এতদিন ধরে মূল্যস্ফীতির হিসাব নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন অর্থনীতিবিদরা।

বিবিএসের হিসাবে, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশে। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা গত ১৩ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। তবে আগস্ট মাসে তা কমে ১১ দশমিক ৩৬ শতাংশ হয়। খাদ্য বহির্ভূত খাতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৬৪ শতাংশ হয় গত মাসে।

Share