Current Date:Sep 28, 2024

আগামী নির্বাচনে ৩০ আসনে হিন্দু প্রার্থী দেয়া হবে : এরশাদ

লালমনিরহাট প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনের মধ্যে ৩০টিতে হিন্দু প্রার্থী দেবে বলে ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কুমড়ীরহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় এই ঘোষণা দেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমার আমলে হিন্দুরা অনেক শান্তিতে ছিল। কোনো মন্দির ভাঙচুর হয় নাই। তাদের ওপর কোনো হামলা হয়নি। আমি হিন্দুদের জন্মাষ্টমীতে ছুটি দিয়েছিলাম, যা অতীতে আর কেউ দেয়নি।

তিনি বলেন, দেশে এখন দুর্বিষহ অবস্থা। মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, কেউ কোনো কথা বলতে পারছে না। নারীরা ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। মানুষ শান্তিতে নেই, তারা পরিবর্তন চায়।

সাবেক রাষ্ট্রপতি বলেন, গ্রামে-গঞ্জে সব জায়গায় এখন জাতীয় পার্টির জোয়ার এসেছে। রাস্তাঘাটে মানুষ এখন জাতীয় পার্টির স্লোগান দেয়। তারা বলে যে ‘এইবার দরকার এরশাদ সরকার’।

তিনি আরও বলেন, লালমনিরহাট থেকে জাতীয় পার্টির যাত্রা শুরু হলো। আমি অভিভূত ও অনুপ্রাণিত এই জনসমাবেশ দেখে। আমি নতুন জীবন ফিরে পেলাম। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবেই।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান।

জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন জাতীয় পার্টিতে যোগ দেন।

এছাড়া আগামী নির্বাচনে জাতীয় প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ আসনে(হাতীবান্ধা-পাটগ্রাম) মেজর খালেদ(অব.), লালমনিরহাট-২ আসনে(আদিতমারী-কালিগঞ্জ) রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-৩ আসনে(লালমনিরহাট সদর) জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরকে মনোনয়ন দেয়ার কথা জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

Share