স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের সর্বশেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরেও ফেয়ার প্লেতে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান।
ভলগোগ্রাদ অ্যারেনায় আজ বৃহস্পতিবার পোল্যন্ডের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারে জাপান। সেনেগাল-জাপান দুদলেরই পয়েন্ট, গোল ব্যবধান সমান থাকলেও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান।
গ্রুপ পর্বের তিন ম্যাচে জাপানি খেলোয়াড়দের আচরণ সেনেগাল খেলোয়াড়দের তুলনায় ভাল থাকায় জাপানিরা নকআউট পর্বে যেতে পারে। গ্রুপ পর্বের তিন ম্যাচে জাপান চারটি হলুদ কার্ড দেখেছে। অন্যদিকে ছয়টি হলুদ কার্ড দেখেছে সেনেগাল। এর মধ্যে কলম্বিয়ার বিপক্ষে আজ দেখেছেন এম’বায়ে নিয়াং। আগের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড।
৭৪ মিনিটে কর্নার থেকে ইয়েরে মিনার হেডে কলম্বিয়ার জয়সূচক গোলটাই ফেয়ার প্লের আইন সামনে নিয়ে আসে। জাপানিরা ২০১০ বিশ্বকাপের পর তৃতীয়বারের মতো নকআউট পর্বে খেলছে। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলে গ্রুপ পর্ব পার হয়েছিল জাপান।