Current Date:Oct 14, 2024

আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। আজ মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, বোমাটি ফারাহ প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। কাবুলগামী একটি যাত্রীবাহী বাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় স্থানীয় সময় রাত ৪:৩০ এর দিকে এই বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক পুলিশ বাহিনীর মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব জানান, বোমাটি তালেবানরা পুঁতে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর জন্য। কিন্তু ঘটনাচক্রে একটি যাত্রীবাহী বাস এর শিকার হয়েছে।

মুহিব তালেবানের কথা বললেও, তাৎক্ষনিকভাবে এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি গোষ্ঠীটির জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফারাহ প্রদেশে তালেবান খুবই তৎপর।

Share