আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ার আফরিন শহর চারদিক থেকে তুর্কি সেনারা ঘিরে ফেলেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছে সেখানকার কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ। কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা এ শহরটি উদ্ধারে অভিযান চালাচ্ছে তুরস্ক।
শুক্রবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এরদোগান বলেন, তুর্কি বাহিনী ও তার সমর্থক বাহিনী আফরিনের মূল কেন্দ্র থেকে ৬ কিলোমিটার দূরে রয়েছে। তারা যে কোনো সময় আফরিনে প্রবেশ করবে। সব বাধা উপেক্ষা করে তুর্কি বাহিনী আফরিনের কেন্দ্রের কাছে পৌঁছেছে।
তবে এরদোগানের এ দাবি প্রত্যাখ্যান করে ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ আল জাজিরাকে বলেন, তুর্কি বাহিনি এখনো ১৫ কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছে।
এরদোগান তার বক্তৃতায় বলেন, আজ আমরা আফরিনে আছি, কাল মানবিজে থাকবো। আগামী দিনে ইউফ্রেটিসের পূর্ব থেকে ইরাকি সীমান্ত পর্যন্ত সন্ত্রাস মুক্ত থাকবে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত মূল শহরে প্রবেশ করতে পারেনি তুর্কি বাহিনী।