Current Date:Sep 24, 2024

আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ দূতাবাসে নেপালে নিহত ২৩ বাংলাদেশির লাশ। এখানে তাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আর সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা আরও হয়, বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহত বাংলাদেশিদের নামাজে জানাজা সম্পন্ন হবে।

এদিকে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে নিহতদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। ময়নাতদন্ত সাপেক্ষে বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।

Share