Current Date:May 5, 2025

এক ডুবে পানিতে ৭২ ঘণ্টা!

কুমিল্লা প্রতিনিধি : পানিতে ডুব দিয়ে ৭২ ঘণ্টা বসে থাকতে সক্ষম শিক্ষক মিজান চৌধুরী। ২০০০ সালের ১৪ এপ্রিল তিনি চাঁদপুর জেলার কচুয়ায় একটি পুকুরে টানা ৭২ ঘণ্টা ডুব দিয়ে থেকে দর্শকদের চমকে দেন।

তার দাবি, এই যে এতক্ষণ পানির নিচে দম বন্ধ করে বসে থাকেন তাতে তার কোনো কষ্ট হয় না। গত পয়লা বৈশাখে তিনি দেবিদ্বার উপজেলায় একটি পুকুরে ১ ঘণ্টা ১০ মিনিট ডুবে ছিলেন।

Share