Current Date:Apr 23, 2025

এবার পাল্টা ‘বাউন্সার’ শামির

নিউজ ডেস্ক : স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের গোড়াতেই গলদ ছিল মোহম্মদ শামির। ভারতের এই তারকা বোলারের নতুন বাউন্সারে সেরকমই ইঙ্গিত মিলছে। হাসিন জাহানের একের পর এক আক্রমণে দিশেহারা শামি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পেসার এবার পাল্টা ‘বাউন্সার’ দিলেন হাসিনকে।

খবর অনুযায়ী, শামির কাছে প্রথম বিয়ে নিয়ে সত্য গোপন করেছিলেন হাসিন। উল্লেখ্য, ২০১৪ সালে সামির সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একবার বিয়ে হয়েছিল হাসিনের। ২০০২ সালে প্রথমবার বিয়ে হয় হাসিনের। সাঁইথিয়ার বাসিন্দা সইফুদ্দিন হুসেন ছিলেন হাসিনের প্রথম স্বামী। সেই পক্ষের দু’টি মেয়েও রয়েছে।

আট বছর সংসার চালানোর পর ২০১০ সালে ঘটে প্রথম বিয়েতে বিচ্ছেদ। শামির অভিযোগ, শুরুতে হাসিন নিজের প্রথম বিয়ের কথা গোপনই রেখেছিলেন তার কাছে। এখানেই শেষ নয়। হাসিনের যে দু’টি কন্যা সন্তান রয়েছে, সেই কথাও শামিকে নাকি জানাননি হাসিন। দু’টি মেয়ের বিষয়ে ভারতের তারকা বোলার জানতে চাইলে সেই সময়ে হাসিন নাকি বলেছিলেন, তারা হাসিনের প্রয়াত বোনের মেয়ে।

একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেন, “আমরা যখন বিয়ে করি তখন ওর প্রথম বিয়ের কথা কিছুই জানতাম না। পরে নিজেই বলেছিল। এমনকী দুই মেয়েকেও মৃতা বোনের সন্তান বলে পরিচয় দিয়েছিল। এখনও পর্যন্ত আমার বাবা জানেন, সত্যিই ওই দুই মেয়ে হাসিনের বোনের মেয়ে।”

সত্যি কি নিজের পরিচয় গোপন রেখে শামিকে বিয়ে করেছিলেন হাসিন? বিয়ের আগে শামি কি কিছুই জানতেন না হাসিন সম্পর্কে? শামির নতুন বিস্ফোরণ কিন্তু প্রশ্নের ঝড় তুলে দিচ্ছে।

Share