Current Date:Apr 21, 2025

এবার ভিন্ন জগতে পরীমনি

বিনোদন প্রতিবেদক : এতদিন নায়িকা হয়ে পর্দা কাঁপিয়েছেন। এবার কাঁপাবেন প্রযোজনায়। বলছিলাম গ্ল্যামারকন্যা পরীমনির কথা। আসছে সোনার তরী মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে থাকছেন তিনি। প্রযোজক হয়ে কাজে নামার সব প্রস্তুতিও সেরে ফেলেছেন এ নায়িকা। আজ বিকেলে বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে এর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লগো উন্মোচন করবেন আলোচিত এই নায়িকা। এতে চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করবেন। এর বেশি কিছু এই মুহূর্তে জানাতে চাননি পরীমনি। গত বছরের শেষের দিকে মালেক আফসারির পরিচালনায় নতুন সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন পরীমনি। নাম ঠিক না হওয়া এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

জানা যায়, পরীর প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করেছেন।

Share