বিনোদন প্রতিবেদক : স্বামী চিত্রনায়ক ওমর সানীর জন্মদিনের অনুষ্ঠানে আসা অতিথিদের অনুরোধে গান গাইলেন চিত্রনায়িকা মৌসুমী। গতকাল রোববার সন্ধ্যায় উত্তরায় একটি রেস্তোরাঁয় ওমর সানীর ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। সেখানেই গান গেয়েছেন মৌসুমী। উপস্থিত অতিথিরা মৌসুমীর কণ্ঠে গান শুনতে পেরে হাততালি দিয়ে অভিনন্দন জানান।
গত শতকের নব্বই দশকে মৌসুমী আর ওমর সানীর ‘আত্ম অহংকার’ ছবিটি মুক্তি পায়। রায়হান মুজিব পরিচালিত এই ছবিতে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমার এক দিকে পৃথিবী/ এক দিকে ভালোবাসা/ আমি তোমার কাছে আসব/ আর তোমাকেই ভালোবাসব’ গানটির সঙ্গে পর্দায় অভিনয় করেছিলেন ওমর সানী ও মৌসুমী। ছবির এই গান নাকি মৌসুমীর ভীষণ প্রিয়। প্রায়ই গুনগুন করে গানটি গেয়ে ওঠেন। স্বামীর জন্মদিনে গাওয়ার অনুরোধ পেয়ে সেই গান বেছে নেন মৌসুমী।
জন্মদিনে ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার শ্বশুর-শাশুড়ির কাছে, তাঁরা ওমর সানীর মতো একজন সন্তানের জন্ম দিয়েছেন। আজকের দিনে ওমর সানীর যদি জন্ম না হতো, তাহলে দেশের মানুষ নায়ক আর ভালো মনের স্বামী ওমর সানীকে পেতাম না। আমি অনেক ভাগ্যবতী, তাঁর মতো একজন ভালো মানুষের পাশে আমার জীবন কাটাতে পারছি।’
মৌসুমী আরও বলেন, ‘আমরা একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছি। এসব ছবির অনেক গানে পর্দায় ঠোঁট মিলিয়েছি। অনেক গানের মধ্যে “আত্ম অহংকার” ছবির “আমার একদিকে পৃথিবী” গানটি আমার খুব প্রিয়। গানটি প্রায়ই গাই। সানীর আজকের জন্মদিনে এই গানটি সবচেয়ে উপযুক্ত।’
জন্মদিনে কাছের মানুষদের সবাইকে নিয়ে আট ফুট দৈর্ঘ্যের একটি কেক কাটেন ওমর সানী। অনুষ্ঠানের একপর্যায়ে সানী বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তিনি আমাকে এখনো সুস্থ রেখেছেন। চলচ্চিত্রে আমি এখন নিয়মিত নই, তারপরও দেশের মানুষেরা, আমার চলচ্চিত্রের মানুষগুলো যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে, তাতে আমি মুগ্ধ ও অভিভূত।’
ওমর সানীর জন্মদিন আয়োজনের সন্ধ্যায় তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির হন বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মধ্যে ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুচন্দা, ববিতা, চম্পা, ইলিয়াস কাঞ্চন, শাবনাজ, নাঈম, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, শাবনূর, আঁখি আলমগীর, নাদের চৌধুরী, সম্রাট, মুশফিকুর রহমান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রমুখ।