Current Date:Apr 23, 2025

কমলাপুর আলিম মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর আলিম মাদরাসায় ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে মাদরাসা চত্বরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এর আগে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়। এদিন ৪০ টি ইভেন্টে শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্যাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারি শিক্ষক হায়দার হোসেন।

Share