Current Date:Apr 21, 2025

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৫

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৫ জন। দেশে সংক্রমণ শুরু হওয়ার পরে বর্তমানে দৈনিক আক্রান্ত রোগীর হার ২.৭৯ শতাংশে নেমে এসেছে।

কোভিড-১৯ মহামারির প্রতিদিনের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকালে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮২ জন করোনা রোগী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৩৫ জন শনাক্ত হয়েছেন, যা এপ্রিলের পর সবচেয়ে কম।  এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।

আর এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। তা সোয়া পাঁচ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই চার হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা ছিল অতিসংক্রামক এই ভাইরাসে একদিনের সর্বোচ্চ মৃত্যু।

Share