Current Date:Apr 21, 2025

কেন ভালবেসেছিলেন রাজকে, সর্বসমক্ষে জানালেন শুভশ্রী (ভিডিও)

ভারতের দক্ষিণ কলকাতার বহুতল আবাসনের কনফারেন্স রুমে হঠাৎই ধুমধাম করে হয়ে গেল রাজ-শুভশ্রীর আংটি বদল পর্ব। আমাদের আজকের এই প্রতিবেদনে বাংকাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য রইলো রাজ-শুভশ্রীর আংটি বদল অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ফুটেজ।

কোনওটায় রাজ চক্রবর্তী ফিলমি কায়দায় শুভশ্রীর হাত চুম্বন করছেন। কোনও ভিডিওতে আবার দু’জনে একসঙ্গে সবাইকে দেখাচ্ছেন তাদের বিয়ের আংটি। সারা হল জুড়ে বাজছে রাজ চক্রবর্তীর হিট ছবির গান। সবাই অবাক চোখে তাকিয়ে রয়েছেন। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে ব্যস্ত।

সবার সামনে শুভশ্রী মাইক্রোফোন হাতে মাইক্রোফোন তুলে নিয়ে বলতে শুরু করলেন… কী বললেন? দেখে নিন ভিডিও-

‘‘পারব না আমি ছাড়তে তোকে…’’ গানের সঙ্গে তাল মিলিয়ে নাচের পর কী বললেন রাজ চক্রবর্তী—

 

Share