Current Date:Sep 30, 2024

কোটার দাবি মেনে নিয়েছি, ক্ষুব্ধ হওয়ার বিষয় না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা ছাত্ররা চায় না বলেই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখানে ক্ষুব্ধ হওয়ার বিষয় নেই।

বুধবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা (কোটাব্যবস্থা) তো ছাত্রদের বিষয় না। এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। কোটা থাকবে কী থাকবে না, কে কী সুযোগ পাবে কী পাবে না, সেটা হচ্ছে তাদের (সরকার) বিষয়।’

শেখ হাসিনা বলেন, ‘তারপরও যখন তারা (শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী) কোটা চায় না; যখন বলছে, কোটা চাই না—আমি দাবি মেনে নিয়েছি। এখানে ক্ষুব্ধ হওয়ার বিষয় না। ছেলেপেলেরা দাবি করেছে, আমরা দাবি মেনে নিয়েছি। সেটা নিয়ে এখন আর আলোচনার কী দরকার আছে বা এ প্রশ্ন আনার দরকার কী?

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখুন একটা কথা হচ্ছে, আজকে যে বোধদয়টা আপনাদের হলো, এই আন্দোলন যখন ছাত্ররা করল, সবাইতো তখন ছাত্রদের ওই আন্দোলনের পক্ষে এমন বেশি সোচ্চার হয়ে পড়লেন, তখন তো কারো মাঝে এই বোধদয়টা আমরা দেখিনি। সেই সময়ে কারা আন্দোলন করে যাচ্ছে, আন্দোলনের সঙ্গে কারা মিশে যাচ্ছে, কারা এর ভেতরে এসে যাচ্ছে; সেটা নিয়েও তেমন খুব বেশি একটা আমি সোচ্চার হতে দেখিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশকে গড়ে তোলা। সেখানে সমাজের বিভিন্ন স্থরে পড়ে থাকা মানুষ, তাদেরকে যেমন সুযোগ করে দেওয়া, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য জাতির পিতা প্রতিটি ক্ষেত্রে কোটার ব্যবস্থাটা করে দিয়েছিলেন। এটা খুবই বাস্তব সম্মত। অথচ, হঠাৎ কথা নেই-বার্তা নেই, কোটা চাই না—এই আন্দোলন শুরু হলো। সেই আন্দোলন শুধু আন্দোলন না, এমনিতেই যানজট, তার মধ্যে সমস্ত রাস্তা বন্ধ, সেখানে তিন-চারটা হসপিটাল, সেখানে রোগী যেতে পারছে না। এমন একটা অবস্থার সৃষ্টি। আমরা বসে থাকিনি, আমরা চেষ্টা করেছি তাদের বোঝাতে। চেষ্টা করেছি তাদের জানাতে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Share