স্পোর্টস ডেস্ক: কোস্টারিকার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয় সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। শুরুতেই এক গোলে এগিয়ে গেলেও বিরতি থেকে ফিরেই খেলায় সমতা আনে কোস্টারিকা। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শেষ সময়ে আবারও এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে গোল শোধ করতে সময় নেয়নি কোস্টারিকাও।
এদিন ম্যাচের ৩১ মিনিটে ব্লেরিম জেমাইলির গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। কোস্টারিকার গোলরক্ষক নাভাস ঝাপ দিয়েও রুখতে ব্যর্থ হন। পরে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে কম্পবেলের সহযোগিতায় কোস্টারিকার হয়ে গোল করেন ওয়াটসন। পরে ৮৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ডার্মিক। পরে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কোস্টারিকাকে সমতায় ফেরান সোমার।
প্রসঙ্গত, এক জয় ও এক ড্র নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে সুইজারল্যান্ড। আর দুই ম্যাচে দুই হারে সবার শেষে আছে কোস্টারিকা। অন্যদিকে, এই গ্রুপে এক জয় ও এক ড্রতে সবার উপরে আছে ব্রাজিল আর দুই ম্যাচে এক জয় ও এক হারে সার্বিয়া আছে তিনে।