স্পোর্টস ডেস্ক : ‘স্টিভ স্মিথ’ বর্তমান অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা যায়। তবে বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞায় পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য।
স্মিথ শুধু একা নন। তার সাথে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
pran অস্ট্রেলিয়া দল থেকে নিষিদ্ধ হলেও বোর্ড থেকে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার।
কানাডায় অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মত গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই লিগে খেলার জন্য সুযোগ মিলেছে নিষিদ্ধ হওয়া দুই জনেরই।
স্মিথ সুযোগ পেয়েছেন টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলার। তার ডেপুটি ওয়ার্নার খেলছেন উইনিপিগ হওকসের হয়ে।
গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামেন স্টিভ স্মিথ। দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে নেমেই খেলে ফেললেন অর্ধশত রানের ইনিংস। ৪১ বলে ৬১ রান করেন তিনি।
স্মিথদের বিপক্ষ দল ভ্যানকুবার হিট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে টরেন্টো ন্যাশনালসের হয়ে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অ্যান্টন ডেভিচ। টরেন্টোর অধিনায়ক ড্যারেন স্যামি করেন অপরাজিত ২২ রান আর স্মিথের ৬১ রানে ভর করে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় টরেন্টো ন্যাশনালস।