Current Date:Nov 27, 2024

গাজীপুর নির্বাচনের সঙ্গে বহু রাজনৈতিক কৌশল জড়িত, আলোচনা করে সিদ্ধান্ত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক ভোট হলে খুলনায় লক্ষাধিক ভোটে তাঁদের প্রার্থী জয়লাভ করতেন। খুলনায় সরকার নতুন কৌশল নিয়েছে, তাই ভোটের পরিবেশ দৃশ্যত ভালো থাকলেও ভেতরে সবকিছু গোলমাল ছিল।

আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া না-যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এর সঙ্গে বহু রাজনৈতিক কৌশল জড়িত রয়েছে। সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ফখরুল।

ঈদের আগেই খালেদার কারামুক্তির আশা
রমজানের ঈদের আগেই কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি প্রত্যাশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঈদ পর্যন্ত ম্যাডাম কারাগারে থাকবেন—এটা আমরা মনে করি না। ঈদের আগে অবশ্যই তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন—এটা আমাদের বিশ্বাস।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশের মধ্যে আইনের যে সিস্টেম আছে, তাতে মনে করি যে এটাই হওয়াটা উচিত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে এখন ছয়টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো আছে। সেই মামলাগুলো নিয়ে আমরা হাইকোর্টে মুভ করব। আইনজীবীদের সঙ্গে আমি আলাপ করেছি। আমরা প্রত্যাশা করছি যে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যেই ওই সব মামলায় জামিন পাওয়া যাবে।’
সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, তা বহাল রেখেছেন। পাশাপাশি ওই দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করার আদেশ দেন সর্বোচ্চ আদালত।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলার রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

Share