Current Date:Apr 30, 2025

চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড

আদালত প্রতিবেদক : চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলায় ৩ মাসের কারাদণ্ড এবং এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আহমেদ শরীফের কর্তৃক দেওয়া এক লাখ ৬৭ হাজার টাকার চেক তার ব্যাংক হিসাবে পর্যান্ত টাকা না থাকায় ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী মোশারফ হোসেন সুমন ২০১৫ সালের ৫ মার্চ মামলাটি দায়ের করেন। মামলা করার আগে ২০১৪ সালের ৫ জুন বাদী আহমেদ শরীফকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।

বাদী মোশারফ হোসেন জানান, আসামি আহমেদ শরীফ বাদীর কাছ থেকে টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেটকার ৫ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করেন। উক্ত টাকার মধ্যে এক লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের জন্য একটি চেক প্রদান প্রদান করেন। যা ডিজঅনার হওয়ায় তিনি মামলাটি দায়ের করেন।

Share