Current Date:Sep 30, 2024

চালবাজের হালচাল

বিনোদন প্রতিবেদক : দুই বাংলায় এখন সমানতালে জনপ্রিয় শাকিব খান। প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ছবি মানেই যেন দর্শকের বাড়তি আগ্রহ। এবার সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেলো শাকিব অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘চালবাজ’।

বিগত দিনগুলোতে সাফটা চুক্তির আওতায় বেশ কয়েকটি ভারতীয় বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা হলে। তবে ছবিগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এবার শাকিব অভিনীত ‘চালবাজ’ ছবিটি কেমন চলছে সিনেমা হলে? তারই কিছু তথ্য নিয়ে এই প্রতিবেদন।

একাধিক সিনেমা হল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ছবিটি মুক্তির দিনে দর্শক ভিড় থাকলেও পরদিন শনিবারই দর্শক খরা তৈরি হয়েছে। টিকেট বিক্রী আশানুরূপ নয় বলে জানিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ।

মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শুক্রবার ছুটির দিনে ছবিটির দর্শকের সাড়া বেশ ভালো ছিল। কিন্তু শনিবার টিকেট বিক্রি অর্ধেকে নেমে গেছে। আবহাওয়া খারাপ থাকার কারণে দর্শক কমে গেছে বলে মনে করছি। এছাড়া সপ্তাহব্যাপি সরকারি ছুটি থাকায় অনেকেই ঢাকার বাইরে চলে গেছে। যার জন্য দর্শক কমেছে।’

আজ রোববারও আবহাওয়া খারাপ থাকার কারণে ঢাকার একাধিক প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শক খরা। শ্যামলী সিনেমা হলের ম্যানেজার হাসান বলেন, ‘চালবাজ মুক্তির পর শুক্রবার ভালোই সেল হয়েছে। কিন্তু শনিবার এসে অর্ধেকে দাঁড়িয়েছে। সামনের দিনগুলো কেমন হবে বুঝতে পারছি না।’

রাজধানীর বলাকা সিনেমা হলের ম্যানেজার আখতার বলেন, ‘বলাকা হলে শাকিব খানের সিনেমা খুব বেশি কখনই চলেনি। ‘চালবাজ’ সিনেমাটির দর্শকও তুলনামূলক কম।’

বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু এন ইউ ট্রেডার্সের ব্যানারে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানি করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে ‘চালবাজ’ দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে। আমদানিকারক হিসেবে আমি হ্যাপি। চালবাজ এর সেল রিপোর্ট ভালো। ’

তিনি আরও বলেন, ‘বলাকা হলে এখন শাকিব খানের সিনেমা মুক্তি দেয়া হয়। আগে শাকিব খানের সিনেমা মুক্তি দিত না। সেখানেও শাকিবের সিনেমা দেখছে দর্শক।’

গত ২০ এপ্রিল কলকাতায় মুক্তি পায় ‘চালবাজ’ সিনেমাটি। জয়দীপ মুখার্জি পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটি মুক্তির পরই কলকাতার সংবাদমাধ্যম গল্পের দুর্বলতা নিয়ে সমালোচনা করে রিভিউ প্রকাশ করে।

কলকাতার একটি গণমাধ্যমে বলা হয়, ‘অনেকগুলো বলিউডি রোমান্টিক কমেডি সিনেমা থেকে কিছু-কিছু ঘটনা তুলে যদি একটা গল্প বানানোর চেষ্টা হয়, আর সেটা যদি মিশে যায় দুর্বল অভিনয় ও একই ধরনের সংলাপের সঙ্গে, তা হলে যা তৈরি হয়, সেটাই হলো চালবাজ।’

এছাড়া সিনেমাটি কলকাতার দর্শক ভালোভাবে গ্রহণ করেননি বলেও প্রকাশিত প্রতিবেদনে জানা যায়। ছবিটিতে শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের শাহেদ আলী, রেবেকা, সুব্রত, কলকাতার আশিষ বিদ্যার্থী, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত প্রমুখ।

Share