Current Date:Oct 4, 2024

জঙ্গি নিলয়ের নির্দেশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আয়াদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে বোমা বিস্ফোরণের মামলায় নিউ জেএমবির শীর্ষ জঙ্গি নেতাকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আসামির নাম আকরাম হোসেন খান ওরফে নিলয়। আদালতকে পুলিশ প্রতিবেদন দিয়ে বলছে, এই জঙ্গি নেতার নির্দেশেই বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে মঙ্গলবার আসামি আকরাম হোসেনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত আসামিকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। গত ২২ মার্চ জঙ্গি আকরামকে বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছরের ২৪ মার্চ রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে পুলিশের তল্লাশিচৌকিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, আত্মঘাতী ওই যুবকের নাম আয়াদ হাসান (১৯)। তাঁর বাবার নাম আলী হাসান। তাঁর বাসা ঢাকার মিরপুরে। নিউ জেএমবির সক্রিয় সদস্য ছিলেন আয়াদ।

আদালতে পুলিশ এক প্রতিবেদন দিয়ে বলছে, শীর্ষ জঙ্গি নেতা আকরাম হোসেনের তত্ত্বাবধানে আসামি জঙ্গি নাজমুল হাসান, আবুল কাশেম, আদনান, তাজুল ইসলাম, নিহত আয়াদ হোসেনসহ তাঁদের সহযোগীরা ঢাকা ও ময়মনসিংহে বাসা ভাড়া নিয়ে অবস্থান করতেন। আসামি আকরামের নির্দেশেই জঙ্গি আয়াদ বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। তাঁদের উদ্দেশ্য ছিল, জনসাধারণকে ভীত সন্ত্রস্ত করা।

এ মামলায় জঙ্গি আবু বকর সিদ্দিক, জাহিদুল ইসলাম ও নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে। তাঁরা এখন কারাগারে আছেন। পুলিশ বলছে, নাজমুল হাসান নিউ জেএমবির শীর্ষ একজন বোমা তৈরির কারিগর। বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ঘটানো বোমাটির কারিগরও জঙ্গি নাজমুল। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ট্রলিব্যাগে করে বোমাটি ঢাকায় আনা হয়।

Share