নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন শনিবার (২৭ নভেম্বর) বগুড়ার একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান, ক্রেডিট ডিভিশনের জিএম মাসফিউল বারী এবং রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম মোঃ রমজান বাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং জোর তদারকির মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি ২০২১ সালে সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।