নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।