Current Date:Oct 13, 2024

টরন্টোতে বন্দুক হামলায় সন্ত্রাসীসহ নিহত ২, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর গুলিতে এক তরুণীসহ অন্তত ১৪জন আহত হয়েছেন। ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার রাত ১০ টার দিকে টরন্টোস্থ ড্যানফোর্থ এন্ড পেইপ এলাকায় এক বন্দুকধারীর হামলায় পনেরো জন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে থাকাকালীন অবস্থায় গুলিবিদ্ধ এক তরুণীর মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় সন্ত্রাসীও মারা গেছে।

প্রতক্ষ্য দর্শক জোডি স্টিনহোয়ার সিবিসি নিউজকে জানান যে, তিনি ক্রিস্টিনার রেস্টুরেন্টে পরিবারের সাথে ডিনার করার সময় ১০ থেকে ১৫ টি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

ওপর এক প্রতক্ষ্য দর্শক জানান, উক্ত সন্ত্রাসী কালো ড্রেস পরা ৩০/৩২ বয়সী একজন শ্বেতাঙ্গ।

পুলিশ কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছে, এখনো হামলার কারণ এবং মূল ঘটনা জানা যায়নি। তবে দ্রুত তদন্ত চলছে। সেই সাথে সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, নব নির্বাচিত প্রিমিয়ার ডাগ ফোর্ড আহতদের প্রতি সম বেদনা জানিয়েছেন। এছাড়া টরন্টো পুলিশ প্রধান মার্ক সাউন্ডারস এবং টরন্টো মেয়র জন টরি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

Share