Current Date:Sep 23, 2024

টানা চতুর্থবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত মারকেল

আন্তর্জাতিক ডেস্ক : টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মারকেল। জার্মানিতে নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছিল অ্যাঙ্গেলা মারকেল চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় দেশটিতে সে সংকট কেটে গেল।

ধারণা করা হচ্ছে- এবার মারকেল শেষ মেয়াদে দায়িত্বপালন করতে যাচ্ছেন। বুধবার জার্মান সংসদে চ্যান্সেলর নির্বাচন করা হয়। নির্বাচনে মারকেল পেয়েছেন ৩৬৪ ভোট এবং বিপক্ষে ভোট পড়েছে ৩১৫টি। খবর বিবিসির।

এছাড়া ভোট দেয়া থেকে বিরত ছিলেন নয়জন সংসদ সদস্য। নির্বাচনের পর প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার মারকেলকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়াবেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একটি ডানপন্থী জোটের উত্থান হয় এবং জার্মানির সব প্রধান রাজনৈতিক দলকে দুর্বল করে শক্তিশালী জোট হিসেবে আবির্ভূত হয়। এতে মারকেলের দল সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়।

ফলে জার্মানিতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থায় মারকেল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জোট সরকার গঠনে বাধ্য হন।

Share