Current Date:Nov 26, 2024

ডিমের ভিতর ডিম!

সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্টকম্যান’স এগস ফার্মে বিশাল আকারের একটি ডিম পাওয়া গেছে। আর ডিম ভাঙার পর যা দেখা গেলো তাতে চক্ষু চড়কগাছ সবার। ডিমের ভিতর আরও একটি ডিম! সঙ্গে রয়েছে কুসুমও।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জিপি নামে একটি ডিম সংগ্রহকারী যন্ত্র আচমকা একটি অতিকায় মুরগির ডিম আবিস্কার করে। সাধারণত মুরগির ডিমের ওজন হয় ৫৮ গ্রামের কাছাকাছি। কিন্তু ওই ডিমের ওজন ছিল ১৭৬ গ্রাম। প্রায় তিন গুণ ওজন ওই ডিমের। এই ডিম দেখে ওই সংস্থার কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

স্টকম্যান’স এগ সংস্থার মালিক স্কট স্টকম্যান ডিমটি ভাঙেন।

তিনি জানান, তারা আশা করেছিলেন ৪টি কুসুমের ডিম হবে। ডিম ভাঙার পর দেখলেন, ডিমের ভিতর আরও একটি ডিম! সঙ্গে রয়েছে কুসুমও।

স্টকম্যান ১৯২৩ সাল থেকে ডিমের ব্যবসা করছেন। কিন্তু এমন অঘটন কোনোদিন হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফ ফ্রেইরি বলেন, ‘বিষয়টা ব্যাখাতীত। কীভাবে এটা সম্ভব হল বলা যাচ্ছে না।’ সূত্র: এনডিটিভি

Share