Current Date:Apr 24, 2025

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩১৭ ইয়াবা, ৩ কেজি ৫৮ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ৬৭.৫ গ্রাম হেরোইন, ২৪৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার ৩৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ টি মামলা করা হয়েছে।

Share