Current Date:Oct 5, 2024

তবু আফগানিস্তানের বাংলাওয়াশই!

স্পোর্টস ডেস্ক: হলো না! মনে হচ্ছিল দেরিতে হলেও ঘুম ভেঙেছে বাংলাদেশের। আহত বাঘের মতো খোঁচা লেগে গর্জে উঠেছে। ১২ বলে ৩০ লাগে এমন কঠিন সমীকরণও মুশফিক সহজ করে দিলেন টানা ৫ চারে। প্রতিটা শটে ফুটে উঠছিল কী প্রত্যয়। রশিদের শেষ ওভারের প্রথম বলে মুশফিক ফিরে এলেও হাল ছাড়েনি বাংলাদেশ। লড়ে গেল শেষ ওভারের শেষ বল পর্যন্ত। কিন্তু নাটকীয়তার রোমাঞ্চই জাগাতে পারল শুধু। হেরে গেল মাত্র ১ রানে।

এত এত চেষ্টার পরও আফগানিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ছোঁয়া হলো না। ৫ উইকেটে থামল ১৪৪ রান করে। বৃথা গেল মুশফিকের ৩৭ বলে ৪৬ রানের ইনিংসটি। বৃথা গেল বাংলাদেশকে ম্যাচে ফেরানো ৩৮ বলে ৪৫ রানের ইনিংসটি। শেষ বলে তিনটা রান নেওয়ার প্রাণপণ চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। বাউন্ডারি হতে হতেও হয়নি। সীমানার ওপারে শূন্যে পা ভাসিয়ে রেখে চার বাঁচিয়েছেন আফগান ফিল্ডার শফিক। পা মাটিতে থাকলেই জিতে যেত বাংলাদেশ!

অবশেষে বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই। আফগানিস্তান এই প্রথম জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে আর কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করল।

Share