আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমে ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৪ আফগান সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, হামলার শিকার হওয়া আফগান সেনাবাহিনীর দলটি ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আফগান তালেবান তাদের ওপর ওই হামলা চালায়। আফগান সেনাবাহিনী হামলার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে বিমান থেকে পাল্টা হামলা করার ব্যবস্থা নেয়। এতে দুই পক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা ফরিদ বখতিয়ারের দাবি, ওই হামলার ঘটনার পরে সেনাবাহিনী বিমান হামলা চালায়। এতে ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন।
দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশটি ইরান সীমান্তে অবস্থিত। এই অঞ্চলকে আফিম চাষের কেন্দ্র বলা হয়।
কয়েক মাস ধরে আফগান তালেবান ও সেনাবাহিনীর মধ্যে হামলার ঘটনায় প্রায়ই ঘটছে। ফারাহ প্রদেশেরই বালা বুলুক জেলাতে দুই সপ্তাহ আগে একই ধরনের হামলায় চালায় তালেবান। সেবার সেনাঘাঁটিতে হামলায় ২২ জন সেনা নিহতের ঘটনা ঘটে।
এদিকে আফগান তালেবান দাবি করছে, তাদের হামলায় কমান্ডোসহ ৫৩ জন সেনাসদস্য হতাহত হয়েছে।