Current Date:Nov 22, 2024

তিস্তায় পানি বিপদসীমার ১১ সে.মি উপরে, পানিবন্দি ৫ হাজার মানুষ

নীলফামারী প্রতিনিধি: উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ১১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া বিভাগের কর্মকর্তারা।

এদিকে পানি বৃদ্ধির ফলে নদী বেষ্টিত নিম্নাঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষের বাড়িতে প্রবেশ করেছে তিস্তার পানি। দুর্ভোগে পড়া মানুষরা উচুঁ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বেলা তিনটার পর বিপদসীমার ৫ সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টার পর বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ভারত থেকে ধেয়ে আসা ঢলে আমার ইউনিয়নের কয়েক’শ বাড়িতে পানি প্রবেশ করেছে। তারা উচুঁ স্থানে আশ্রয়ের জন্য বাড়ি থেকে চলে আসছেন।

পানি প্রবেশ করায় পূর্বছাতনাই ইউয়িনের পূর্ব ছাতনাই, ঝাড়শিংহেশ্বর গ্রাম, খালিশা চাপানীর বাইশপুকুর, ছোটখাতা গ্রাম, ঝুনাগাছ চাপানীর ছাতুনামা, ভেন্ডাবাড়ী গ্রাম, খগাখড়িবাড়ির কিসামত ছাতনাই, দোহলপাড়া গ্রাম, টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ী ও উত্তরখড়িবাড়ী গ্রামের পানি প্রায় পাঁচ হাজার বসত বাড়ী পানিতে তলিয়ে গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পানিবন্দি যদি না হন এ জন্য আশপাশ মানুষদের মাঝে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

Share