Current Date:Nov 28, 2024

‘দহন’ ছবিতে অভিনয় করছেন না ছোট পর্দার তারকা বাঁধন

বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত ‘দহন’ ছবিতে অভিনয় করছেন না ছোট পর্দার তারকা বাঁধন। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে তিনি জানালেন, ছবিটির শুটিংয়ের তারিখ পরিবর্তন হয়েছে। নতুন যে তারিখ চূড়ান্ত হয়েছে, ওই সময় ব্যক্তিগত কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। এ কারণেই ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারবেন না। তাই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে আলোচনা করে বাঁধন এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ‘দহন’ ছবির কাজের জন্য ছয় মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন বাঁধন। এরই মধ্যে ১৬ কেজি ওজন কমিয়েছেন। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছেন। মোটরবাইক চালানো শিখেছেন। এত কিছু করার পরও কেন ছবিটি থেকে সরে এলেন? বাঁধন বললেন, ‘সবাই জানেন, আমার জীবনটা আর দশটা মেয়ের মতো সহজ নয়, খুবই কঠিন। অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে। তারপরও ১২ বছর অভিনয়জীবনে আমি এখন কাজের জন্য সবচেয়ে ফিট। আসলে আমি নিজেকে ফিট করেছি। কিন্তু এই ছবির জন্য গত তিন মাস আর কোনো কাজ হাতে নিইনি। এখন টিভির জন্য ঈদের কাজ হচ্ছে। যে সারা বছর একটা কাজ করেনি, সেও এই সময় কিছু কাজ করে। কিন্তু আমি বসে আছি। এটা কি স্যাক্রিফাইস না?’

জাজ মাল্টিমিডিয়া বেশ বড় আয়োজনে ‘দহন’ ছবির কাজ করতে যাচ্ছে। ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ মে। সেই অনুযায়ী প্রযোজনা প্রতিষ্ঠানটি সব শিল্পী আর কলাকুশলীর কাছ থেকে ১০ মে থেকে আগামী ৫ জুন পর্যন্ত শিডিউল নেয়। আজ আব্দুল আজিজ বলেন, ‘ছবিটির জন্য কিছু প্রয়োজনীয় অনুমতি পেয়েছি গত বৃহস্পতিবার। তাই আমাদের শুটিং পেছাতে হয়েছে। এখন শুটিং চলবে ২০ জুন পর্যন্ত। শুধু ঈদের দিন শুটিং বন্ধ থাকবে। কিন্তু ৫ জুনের পর বাঁধন তাঁর ব্যক্তিগত কারণে ওই সময়টা আমাদের দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে আমাদের তাঁর পরিবর্তে নতুন শিল্পীর কথা ভাবতে হচ্ছে।’

আব্দুল আজিজ আরও বলেন, ‘বাঁধন এবং জাজ পারিবারিক বন্ধনে আবদ্ধ। বাঁধনের জন্য জাজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা থাকবে।’ আর বাঁধন বলেন, ‘সামনে হয়তো জাজের অন্য কোনো ছবিতে অভিনয় করব।’

বাঁধন যে ‘দহন’ ছবিতে অভিনয় করছেন না, তা সাত দিন আগেই চূড়ান্ত হয়। এরই মধ্যে ছবির চুক্তি স্বাক্ষরের সময় নেওয়া টাকা ফেরত দিয়েছেন বাঁধন।

গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনে বাঁধন, সিয়াম আর পূজা চেরিকে নিয়ে ‘দহন’ ছবির ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। ‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালনা করছেন রায়হান রাফি।

সেদিন অনুষ্ঠানে বাঁধনের সঙ্গে ছিল তাঁর মেয়ে সায়রা। ওই দিনই সকালে আদালতের নির্দেশে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পান বাঁধন। গত বছর ৩ আগস্ট মেয়ের কাস্টডি চেয়ে মামলা করেন তিনি।

Share