Current Date:Sep 26, 2024

না ফেরার দেশে উইনি ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী ও রাজনীতিবিদ উইনি ম্যান্ডেলা আর নেই। ৮১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেছেন। সোমবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উইনি ম্যান্ডেলার সহকারী। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী ছিলেন তিনি।খবর বিবিসি।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। উইনিকে এ বছর কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার মৃত্যুর খবর জানাচ্ছি। জোহানেসবার্গের নেটকেয়ার মিলপার্ক হাসপাতালে ২ এপ্রিল সোমবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উইনি ম্যান্ডেলা । নেলসন ম্যান্ডেলা ও উইনি ম্যান্ডেলা ৩৮ বছর সংসার করেন। এর ২৭ বছরই জেলে কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে রাজনৈতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ম্যান্ডেলার সাবেক এই স্ত্রী। ২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর তার গ্রামের বাড়ির উত্তরাধিকারী হওয়ার বৈধতার জন্য মামলাও করেছিলেন উইনি। ওই মামলায় অবশ্য হারতে হয় তাকে।

Share