স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ের দিকে নজর পড়েছে বড় বড় ক্লাবের। নেইমারের সঙ্গে রিয়ালের চুক্তি নিয়ে গুঞ্জন অনেক দিনের। ওদিকে এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। র্যাবিওর দিকে নজর পড়েছে বার্সেলোনার। তবে আপাতত পিএসজি সেই ধাক্কা সামলে নিচ্ছে বলেই মনে হচ্ছে। বিশ্বকাপ জয়ের পরই ফ্রান্স তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন তিনি পিএসজিতে থাকতে চান। ওদিকে নেইমারও পিএসজিতে থাকছেন বলে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক।
তবে তার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কিছুটা সন্দেহ ছিল বলে জানান। পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ফার্নান্দেজ বলেন, ‘নেইমার পিএসজিতে থাকছেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বিশেষ কিছু জিততে পারেননি নেইমার। এখন তিনি পিএসজির হয়ে সাফল্য পেতে চান। আমার মনে হয় তিনি পিএসজির হয়ে শিরোপা জেতার দিকে এখন মনোযোগ দেবেন।’
বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে লুইস ফার্নান্দেজ বলেন, ‘এমবাপ্পেও বলেছেন তিনি পিএসজিতে থাকছেন। এমবাপ্পের মতে, সে প্যারিসে থাকার ব্যাপারে শতভাগ নিশ্চিত। পিএসজি’র হয়ে এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জিততে চান।’ এমবাপ্পের ব্যাপারে তার সামান্য দ্বিধা ছিল বলেও জানান তিনি। তবে এমবাপ্পে পিএসজিতে থাকার কথা জানানোয় এখন তা আর নেই। ফার্নান্দেজ বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নেইমার-এমবাপ্পে পিএসজি থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’