Current Date:Apr 30, 2025

পরী-মাহির লড়াই

বিনোদন প্রতিবেদক : ঝগড়া নয়, লড়াই। এ লড়াইয়ে জিতবেন কে? পরীমণি না মাহি। প্রশ্ন থেকেই যায়। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী শুক্রবার। কারণ শুক্রবার, ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবি ‘স্বপ্নজাল’। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘পলকে পলকে তোমাকে চাই’। এতে মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। দীর্ঘদিন পর দর্শক এই জুটিকে পর্দায় দেখতে পারবেন এই সিনেমার মাধ্যমে।

‘স্বপ্নজাল’ মুক্তি পাবে ৩০টি সিনেমা হলে। আর ‘পলকে পলকে তোমাকে চাই’ হল পেয়েছে ৭০টি। সিনেমা হলের সংখ্যা কম বেশি হলেও প্রকৃতপক্ষে দর্শকদের ভোটে লড়াইয়ে কে জিতবেন এর জন্য অপেক্ষা করতে হবে ৬ এপ্রিল পর্যন্ত।

Share