Current Date:Apr 22, 2025

পলাশবাড়ীতে ট্রলিতে বাসের ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রলিতে বাসের ধাক্কায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি মাহ্মুদুল আলম জানান, বাসটি গাইবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। পথে শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের কাছে বাসটির চাকা বাস্ট হয়ে পাশে একটি ট্রলিতে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ইটভাটার এক শ্রমিক নিহত হয়। এ সময় আহত হয় আরও সাতজন। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক আরো দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।

Share