Current Date:May 13, 2025

প্রিমিয়ার ডিভিশনে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ ২০২২-২৩ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল। ১৩ জুন (মঙ্গলবার) সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল জয় লাভ করে।

টসে জিতে মোহামেডান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রূপালী ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে মোহামেডান নারী ক্রিকেট দল ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। এ জয়ের ফলে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল ১৪ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে মোহামেডান, বেকেএসপি ও আবাহনীসহ ৯টি দল ক্রিকেট লীগে অংশগ্রহন করে। প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচে জয়ী হয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

Share