Current Date:Apr 20, 2025

‘প্রেম আমার টু’তে পূজা

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘নূর জাহান’। অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবিটিতে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছে পূজা। এরই মধ্যে আরও একটি ছবির দৃশ্যধারণ শুরু করলেন তিনি।

বর্তমানে কলকাতায় আছে পূজা। সেখানে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তার নতুন একটি ছবির কাজ। এর নাম ‘প্রেম আমার টু’।

এ প্রসঙ্গে পূজা বলেন, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে কলকাতায় ‘প্রেম আমার টু’ ছবির শুটিং শুরু করেছি। রাজ চক্রবর্তী পরিচালিত এ ছবির প্রথম কিস্তি ‘প্রেম আমার’ ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির ৯ বছর পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল।

যোগ করে পূজা আরও বলেন, ছবিতে আমার বিপরীতে আদৃত অভিনয় করছেন। ‘নূর জাহান’ ছবিতে আদৃতের সঙ্গে অভিনয় করেছি। তাই কাজে কোনো সমস্যা হচ্ছে না। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এ ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করছে।

Share