স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নক-আউট পর্ব থেকে বিদায় নিল ফেবারিট সুইজারল্যান্ড। ম্যাচের ৬৬তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন এমিল ফোর্সবার্গ।
বলটি সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি পায়ে লেগে হালকা দিক পরিবর্তন হয়ে পৌঁছে যায় জালে।
প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। বারবার আক্রমণে গেছে। লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সুইডেন। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গ্রুপ পর্বে ব্রাজিল ও কোস্টা রিকার সাথে ড্র এবং সার্বিয়ার বিপক্ষে জয় নিয়ে ই-গ্রুপের রানার্স-আপ হিসেবে নক আউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড। জার্মানীর হতাশাজনক বিদায়ে ভ্লাদিমির পেটকোভিচের দল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে সুইডেনকে পেয়েছে।