Current Date:Nov 23, 2024

বজ্রপাতে চার জেলায় নিহত ৯ আহত ১১

নিউজ ডেস্ক : বজ্রপাতে দেশের চার জেলায় ৯ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়। নিহতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে দুজন, বরিশালে একজন ও কিশোরগঞ্জের বাজিতপুরে একজন রয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে—

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হাওর ও ধানখলায় কাজ করতে গিয়ে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। দক্ষিণ সুনামগঞ্জে দুটি গবাদি পশুও মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কৃষক মুসলিম উদ্দিন (৭০), তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুুল হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (২৮), বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের গ্রামের হযরত আলীর স্ত্রী সাহারা বানু, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের সুরমা আক্তার (১৮) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডোমবন্দ গ্রামের কিশোর ফেরদৌস আহমদ।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে দুজন নিহত হয়। বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মর্দনপুর গ্রামে গতকাল সকালে হাওরে ধান কাটতে গিয়ে জুবাইল মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ইউনিয়নের নীল হোসেনপুর গ্রামের ফিরোজা বেগম নামের এক গৃহবধূ। নিহত জুবাইল মিয়া মর্দনপুর গ্রামের মোতাহিল মিয়ার ছেলে। এ ছাড়া নবীগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে নিহত হন চা শ্রমিক সুজন মোড়া (২৭)। গতকাল বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুজন চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটার সময় খোকন প্রামাণিক নামের এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শ্রমিক। ঘটনাটি ঘটে গতকাল সকালে উপজেলার চেঙ্গুগুটিয়া গ্রামে। খোকন কুষ্টিয়ার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে।

হাওরাঞ্চল : কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ফাহিম হোসেন (১২) নিহত হয়। ফাহিম স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়ত। একই ঘটনায় জোনায়েদ মিয়া (১২) নামের আরেক শিশু আহত হয়।

Share