Current Date:Apr 21, 2025

বিএনপিকে নির্বাচন থেকে সরানোর ইচ্ছা আ’লীগের নেই

গাজীপুর প্রতিনিধি : বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা আওয়ামী লীগের নেই।

শনিবার (১০ মার্চ) বেলা ১২টায় গাজীপুর সিটি কর্পোরেশনের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় ফোর লেন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির এখতিয়ার সম্পূর্ণ আদালতের। তার দুর্নীতির প্রমাণ পেয়েই আদালত তাকে সাজা দিয়েছেন। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।

Share