Current Date:Apr 29, 2025

বিক্ষোভে নেমেছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার রাজপথে নেমেছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ফার্মগেট থেকে পান্থপথ আটকে বিক্ষোভ করেছে তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিভিন্ন সড়ক অবরোধের কারণে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। কার্যত অচল হয়ে যায় রাজধানী।

Share