Current Date:Sep 24, 2024

মারা গেল সবশেষ সাদা পুরুষ গণ্ডারটিও

অনলাইন ডেস্ক : একে একে শেষ হয়ে গেল বিশ্বের সাদা গণ্ডারের বংশ। কেনিয়ায় সবশেষ টিকে ছিল একটি সাদা পুরুষ গণ্ডার, যার নাম দেওয়া হয়েছিল ‘সুদান’। এটিও সোমবার মারা গেল, যার বয়স হয়েছিল ৪৫ বছর।

বিরলতম এ প্রজাতির আর দুটি মাত্র নারী গণ্ডার জীবিত রয়েছে। তবে পুরুষ না থাকায় নর্দান হোয়াইট রাইনো নামে গণ্ডারের স্বাভাবিক প্রজননের আশা আর নেই।

কেনিয়ার ওল পেজেতা সংরক্ষিত বনে মারা যায় ‘সুদান’। কয়েকমাস ধরে স্বাস্থ্য খারাপ যাচ্ছিল গণ্ডারটির।

তবে গণ্ডারটি মারা গেলেও এ প্রজাতিটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন গবেষকরা। তারা আইভিএফ পদ্ধতি ব্যবহার করে জীবিত দুই নারী গণ্ডারের গর্ভধারণের চেষ্টা করে এ প্রজাতিটিকে টিকিয়ে রাখার কথা ভাবছেন।

শিংয়ের জন্য ব্যাপক হারে গণ্ডার হত্যা করে মানুষ। চীনে ওষুধ তৈরিতে এবং ইয়েমেনে বিশেষ ধরনের একটি ছুটির বাট তৈরি করা হয় গণ্ডারের শিং দিয়ে। এ কারণে সাদা গণ্ডার পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেল।

Share