Current Date:Nov 28, 2024

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন নেইমার

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের অন্যতম তিন তারকা নেইমার, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে আসরের নকআউট রাউন্ডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল। টুর্নামেন্টে কেবল টিকে আছে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার। পাশাপাশি নেজেকে মেলেও ধরেছেন তিনি। আর তারই জের ধরে এবার এক কীর্তিতে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন নেইমার।

বিশ্বকাপের চলতি আসরের নকআউট পর্বে গতকাল রাতে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। আর এই জয়ের মধ্যদিয়েই তারা নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালের তালিকায়। এই ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থ ফিরমিনোকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন নেইমার। এর সুবাদে ফুটবলের বিশ্ব আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়ালো ৬টি (২০১৪ সালে ৪টি এবং ২০১৮ সালে ২টি)। দুই বিশ্বকাপ মিলে এ ৬ গোল করতে তিনি নিয়েছেন ৩৮টি শট।

যেখানে ছোট ম্যাজিসিয়ান মেসি বিশ্বকাপে ৬ গোল করতে শট নেন ৬৭টি এবং সমানসংখ্যক গোল করতে সিআর সেভেন শট নেন ৭৪টি। এখানেই মেসি-রোনালদোকে পেছনে ফেলেছেন ব্রাজিল নক্ষত্র নেইমার।

Share