Current Date:Oct 2, 2024

মেসি-রোনালদোর সঙ্গে ‘আজগুবি’ তুলনায় রাজী নন সালাহ

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবলবিশ্বে নতুন সেনসনেশনের নাম মোহাম্মদ সালাহ। এই মৌসুমে রোমা থেকে লিভারপুলে আসা এই মিশরীয় সুপারস্টার ইংলিশ প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন। হয়েছেন ইপিএলের বর্ষসেরা ফুটবলার। এমনকী ইউরোপের সেরা লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করার লড়াইয়ে লিয়োনেল মেসির মতো মহাতারকাকেও তাড়া করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছিল, রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে উৎসাহী। সালাহ নিজেই অবশ্য সেই জল্পনা বাতিল করে বলেছেন, লিভারপুলে তিনি আরও খেলতে চান।

দুর্দান্ত পারফর্মেন্সের কারণে অনেকেই ইদানিং মেসি আর রোনালদোর সঙ্গে সালাহর তুলনা শুরু করেছেন। এবার মিশরের এক টিভি চ্যানেলে বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেন সালাহ। তিনি বলেন, ‘এমন আজগুবি তুলনা আমার মোটেই ভালো লাগছে না। মেসি, রোনালদো দুজনই অনেক বড় মাপের ফুটবলার। সব চেয়ে বড় কথা ১০-১১ বছর ধরে ওরা একটানা অসাধারণ খেলে যাচ্ছে। আমিও স্বপ্ন দেখি ওদের মতো দীর্ঘদিন ধরে ভালো খেলার। সেটা পারলেই তুলনার প্রশ্ন উঠতে পারে।’

শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ কিছু করতে পারলে মেসি, রোনালদোদের হারিয়ে তিনি এবারের ব্যালন ডি’অর জিতে যেতে পারেন! এই মৌসুমে লিভারপুলে সালাহর সাফল্য সত্যিই অবিশ্বাস্য। ইপিএলে ক্লাবের হয়ে ৫০ ম্যাচ গোল করছেন ৪৪টি। রবিবার লিগের শেষ ম্যাচেও গোল পেলেন। এতে তার গোল দাঁড়াল ৩২। তার সৌজন্যেই চার নম্বরে থেকে লিগ শেষ করল লিভারপুল। অর্থাৎ পরেরবারও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে তারা।

এদিকে তার ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা প্রসঙ্গ উড়িয়ে দিয়ে সালাহর বলেন, ‘ওসব ভাবছি না। আমার এখন একটাই কাজ। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জেতাতে সাহায্য করা। আমি নিজের খেলাটা খেলে যেতে চাই। ভবিষ্যতে কী হবে সেটা তখনই জানা যাবে।’

 

 

Share