Current Date:Apr 20, 2025

মোবাইল ফোন গরম হলে যা করবেন

অনলাইন ডেস্ক : দিন যত যাচ্ছে ততই আবিষ্কার হচ্ছে নতুন নতুন মোবাইল ফোন। কিন্তু এখনকার অনেক মোবাইল ফোনই হঠাৎ করে প্রচন্ড গরম হয়ে যায়। অনেক সময় এ নিয়ে আমরা আতঙ্কে পড়ে যাই। কারণ মোবাইল গরম হতে হতে বিস্ফোরণ ঘটে।

তবে এই সম্যার সমাধান আছে। আমরা যদি একটু সচেতনভাবে মোবাইল ফোন ব্যবহার করি তাহলে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব।

১. এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। যেসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলো বন্ধ রাখুন।

২. স্মার্টফোনের এমন কভার নিন যেটা ফোনের তাপ শুষে নিতে পারবে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম করে না দেয়। ফোনকে যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।

৩. অনেক সময় ভাইরাস ও ম্যালওয়্যারের জন্য এটি হতে পারে।

৪. র‌্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন। অ্যানিমেশন বন্ধ রাখুন। অপ্রয়োজনে ওয়াই-ফাই অফ রাখুন।

৫. রাতে স্মার্টফোন চার্জে দিয়েই ঘুমিয়ে যাবেন না। এতে স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্ব যেমন কমে তেমনি ফোনটি গরম করে ফেলে।

Share