স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। সেই দল যাদের ফেবারিট হিসেবে ভাবেইনি কেউ। এমন অভূতপূর্ব সাফল্যে আনন্দ তো বাঁধভাঙা হবেই। আর একা একা আনন্দ করেও তো মজা নেই। সাফল্য উদযাপনে দলটিকে তাই ‘সাহায্যে’ এগিয়ে আসল ক্রোয়েশিয়ার শিশুরা। যে দলে ছিল ডিফেন্ডার ডোমাগজ ভিদার ছেলেও। রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামের মাঠে তারা ফুটবলও খেলেছে।
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ বাঁশি বাজতেই তারা মাঠে ঢুকে পড়ে। সবার গায়েই ছিল ক্রোয়েশিয়ার জার্সি। বল নিয়ে বেশ গুরুগম্ভীর ভাবে খেলেছে তারা। ৪ নম্বর জার্সিধারী ক্ষুদে খেলোয়াড়কে গোল দিতে দেখে দর্শকরাও হাততালি দিয়েছেন। ক্রোয়েশিয়ার জয়ের নায়ক ড্যানিয়েল সুবাসিস ও ডোমাগজ ভিদাও ছিলেন সেই দর্শকদের দলে।
মঙ্গলবার ফাইনালে সেন্ট পিটার্সবার্গে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। সূত্র: আরটি