Current Date:Oct 9, 2024

যুক্তরাষ্ট্রে পত্রিকা অফিসে সন্ত্রাসীর গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবারের বিকেল। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের দ্যা ক্যাপিটাল গেজেট পত্রিকার নিউজ রুমে প্রতিদিনের মত কাজ চলছিল। হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে চারদিক। শট গান ও স্মোক গ্রেনেড দিয়ে এক ব্যক্তি তখন এলোপাথাড়ি গুলি ছুড়ছিল। এসময় ৫ জন মারা যান ও আরো দুইজন আহত হন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। আটককৃত জ্যারড ডব্লিউ. রামোস (৩৮)কে আটক করে হাজতে নেয়া হয়। শুক্রবার তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে। দ্যা ক্যাপিটাল গেজেটের সঙ্গে ওই ব্যক্তির দীর্ঘদিনের সংঘাত ছিল।

অ্যানে অ্যরুন্ডেল কাউন্টি পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা উইলিয়াম ক্রাম্ফ বলেন, ক্যাপিটাল গেজেটের উপর এটা ছিল পরিকল্পিত আক্রমণ। মানুষ হত্যার জন্য এই ব্যক্তি নিজেকে প্রস্তুত করেছিল। ক্ষতি করাটাই তার উদ্দেশ্য ছিল।

Share