Current Date:Apr 30, 2025

রূপালী ব্যাংকের আগারগাঁও উপশাখা উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রোকেয়া সরণী শাখা, ঢাকার আওতাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ২৩তম আগারগাঁও উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের ডিএমডি হাছান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share