নিজস্ব ডেস্ক:
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি, কুমিল্লা স্থানীয় ইউনিটের উদ্যোগে “Cyber Security Process and Prevention in Bank” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়াল প্লাটফর্মে সমাপ্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তা হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান(অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান।
আইসিটি সিস্টেম বিভাগের উপ-মহব্যবস্থাপক মো. রহমতুল্লা সরকারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হয়।
কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জোনাল অফিসের কর্মকর্তা এবং শাখাসমূহের ব্যবস্থাপকগণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন। কোর্সটিকে সময়োপযোগী, ইতিবাচক এবং কার্যকর হিসাবে মূল্যায়ন করা হয়।