নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি। রবিবার (১০ মার্চ ) ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর কেক কেটে দিবসটি উদ্বোধন করেন।
ডিএমডি তাহমিনা আখতারের সভাপতিত্বে নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএম সালামুন নেছা। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি হাসান তানভীর ও কাজী আব্দুর রহমান। এছাড়াও প্রধান কার্যালয়ের ডিজিএম মাছুদা আক্তার, আফরোজা সুলতানাসহ ব্যাংকের নারী কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের নারী কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবেও নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
রূপালী ব্যাংকের নারী কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবেও নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।